ফ্লিক হতাশ, ইনজাগি গর্বিত

চ্যাম্পিয়নস লিগ

ফ্লিক হতাশ, ইনজাগি গর্বিত

কোপা দেল রে’র শিরোপা আগেই নিজেদের শোকেসে সাজিয়ে ফেলেছে বার্সেলোনা। স্প্যানিশ লিগের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নেওয়াটা শুধুই সময়ের অপেক্ষা মাত্র। চিরশত্রু রিয়াল মাদ্রিদ থেকে এখন চার পয়েন্টে এগিয়ে ব্লুগ্রানাররা। সুযোগ ছিল চ্যাম্পিয়নস লিগে শিরোপা জয়েরও। তাইতো ট্রেবল জয়ের স্বপ্ন বুনেছিলেন কোচ হান্সি ফ্লিক

০৭ মে ২০২৫